ষোড়শ সংশোধনীর রায় নিয়ে মন্ত্রিসভার ভূমিকা 'উদ্বেগজনক'
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে মন্ত্রিসভায় ভূমিকাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল (সোমবার) মন্ত্রিসভায় কয়েকটা কমেন্ট করা হয়েছে এই রায় ষোড়শ সংশোধনী বাতিল) সম্পর্কে, যেটা সত্যিই উদ্বেগজনক। যেখানে আমাদের সকলের আশা-ভরসার শেষস্থল বিচার বিভাগ, আপীল বিভাগ। সেখান থেকে যখন একটা রায় আসে, কিছু অবজারভেশন আসে তখন সমগ্র জাতি মেনে নেয় শুধু নয়, তারা সেটাকে মানতে চেষ্টা করে। তিনি আরও বলেন, সেখানে (মন্ত্রিসভায়) তারা বলছেন যে জনমত তৈরি করবেন। এখন প্রশ্নটা হচ্ছে কার বিরুদ্ধে এই জনমত গড়ে তুলবেন। ১৬ কোটি মানুষের মনের যে চিন্তা-ভাবনা যে রায়ের মধ্য দিয়ে এসেছে, যে অবজারভেশনের মধ্য দিয়ে এসেছে তার বিরুদ্ধে জনমত তৈরি করবেন। জনগণ আপনাদের সঙ্গে থাকবে না। জনগণ আপনাদের সঙ্গে নেই বলেই আপনারা এই সমস্ত কথা বলছেন। সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধনী শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ষোড়শ সংশোধনী রায়ের পর সরকারের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় টিকে থাকা। এ রায় ঐহিতাহিসক রায়।এই রায়ের মাধ্যমে আদালত বাংলাদেশের রাজনীতি ও সমাজের চিত্র তুলে ধরেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এখন জনবিচ্ছিন্ন।
প্রহসনের নির্বাচনে জোর করে ক্ষমতায় এসেছে। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ভোট কেন্দ্রে যাননি। তাহলে এরা কিসের জনপ্রতিনিধিত্ব দাবি করেন বলেও প্রশ্ন রাখেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তাকে অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে জানি। আর ইদানিং খুব সন্দুর সুন্দর কথা বলছেন। তার কথা আমরা সবাই বেশ আমোদ পাই। তিনি বলেন, উনি (ওবায়দুল কাদের) গতকাল বলেছেন বিএনপি নাকি আদালত আর বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় যেতে চায়। আমি বলতে চাই, কার কথা কে বলে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে তিনি বলেন, এই খায়রুল হকের (সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক) রায়ের ওপরে আপনারা ক্ষমতায় টিকে আছেন। এদেশের সব মানুষ জানে কোন বিদেশিদের কর্মতৎপরতায় আপনারা ক্ষমতায় টিকে আছেন। সুতরাং বিএনপিকে একথা বলবেন না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনও কারো সঙ্গে রাতের অন্ধকারের আঁতাত কিংবা সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসেনি। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ভোটে এসেছে। পক্ষান্তরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট ছাড়া জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এবং বিদেশি রাষ্ট্র (ভারত ইঙ্গিত) সমযোগিতায় ক্ষমতায় এসেছে বলে সবাই জানে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে বলে মন্ত্রিপরিষদের আলোচনায় উঠে আসায় আমরা মর্মাহত ও আতংকিত বোধ করছি। কেননা না এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলেন, বিতর্কিত করেন তারা বাংলাদেশকে ভালোবাসেন না। তারা চান না বিচার বিভাগ স্বাধীন থাকুক। তিনি বলেন, যারা ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চান তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ব্যারিস্টার আমিনুল হক, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
No comments