সকালে টিউমার রাতে স্বাভাবিক
ছোট্ট শিশু রেশমার মাথার বামপাশে প্রতিদিন সকালে গজিয়ে ওঠে টিউমার। দিনভর শুধু বেড়েই চলে। তবে রাতের বেলা সবকিছু স্বাভাবিক। কোনো টিউমারের চিহ্ন নেই। সকাল হলে আবার সেই আগের টিউমারটি দেখা দেয় শিশুর মাথায়। জন্মের একমাস পর থেকেই রেশমার ওই রোগটি দেখা দিয়েছে। পাঁচ মাস বয়সী রেশমার এই ব্যাধি নিয়ে দুঃশ্চিন্তায় তার ভ্যানচালক বাবা কোরবান আলি। শহরের এক প্রান্তে বাটকেখালি মহল্লায় বাড়ি ওই দরিদ্র ভ্যান চালকের। কোরবান বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেস ক্লাবে এসেছিলেন তার শিশুর ব্যাধির কথা জানাতে। বলেন, বিভিন্ন হোমিও ডাক্তারকে দেখিয়েছি। কখনও বাড়ে, কখনও কমে। কিন্তু টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা করাতে পারছি না। তিনি বলেন, ভ্যান চালাই। সুযোগ হলে গাছে চড়ে নারকেল পাড়ি। এভাবেই চলে আমার দিন। কোরবান আলি বলেন, দিন পনের আগে সাতক্ষীরা সরকারি হাসপাতালে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। ডাক্তার বলেছেন সিটিস্ক্যান করাতে। খরচ লাগবে ১১ হাজার টাকা। এই টাকা জোগাড়ের কোনো পথ নেই আমার। কি হবে আমার মেয়ের। তার আরেক মেয়ে তসলিমা আক্তার তন্বী। মা স্ত্রী ও দুই শিশুকে নিয়ে তার অভাবের সংসার। এর মাঝে শিশুকে নিয়ে বিপাকে রয়েছেন তিনি।
No comments