গাজীপুরে স্ত্রী খুন, স্বামী আটক
টঙ্গীতে স্বামীর হতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী মো. হানিফকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে। নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, মেয়ে খুকুমনি (২২) স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার পরান মণ্ডলের টেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ঘরে থাকা দা দিয়ে খুকু মনির গলা ও পেটে আঘাত করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেয়। গুরুতর অবস্থায় খুকুমনিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। টঙ্গী থানার এসআই চন্দন কুমার জানান, এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ আটক করেছে। তবে কী নিয়ে ওই হত্যাকাণ্ড তা তদন্তের পর বলা যাবে।
No comments