পোকেমনে ‘মিস্ট্রি চ্যালেঞ্জ’
বিশ্বজুড়ে পোকেমন গো ভক্তরা জড়ো হবেন শিকাগোর গ্রান্ড পার্কে। সেখানে ২২ জুলাই থেকে পোকেমন গো ফেস্ট শুরু হতে যাচ্ছে। এই ফেস্টে প্লেয়ারদের জন্য তিনটি উইন্ডো চ্যালেঞ্জ রাখা হয়েছে। এর মধ্যে মিস্ট্রি চ্যালেঞ্জে নির্ধারিত ৩০ মিনিটের মধ্যে গেমারদের একটি নির্দিষ্ট ধরনের পোকেমন ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জে জয়ী হবে তাদের জন্য থাকবে উপহার ও বোনাস। একই সঙ্গে এক্স পি ও এনকাউন্টার নামে দুই ধরনের বোনাস রাখা হবে। যারা এ ফেস্টে অংশ নেবেন শুধু তারাই মিস্ট্রি চ্যালেঞ্জ খেলতে পারবেন। তবে তারা চ্যালেঞ্জে পাস করলে বিশ্বজুড়ে যত পোকেমন ভক্ত আছেন তাদের জন্যও উন্মুক্ত হবে পুরস্কারের ভাণ্ডার। পোকেমন গো নিয়ে ভক্তদের উন্মাদনাকে মাথায় রেখে গেমটির ডেভেলপার নিয়ানটিক মিস্ট্রি চ্যালেঞ্জটির একটি ইনফোগ্রাফ তৈরি করেছে। ইতিমধ্যে ফেস্টটির সব টিকিট বিক্রি হয়ে গেছে। টেকশহর। -আইটি ডেস্ক
No comments