শেষ হল মৌসুমী মিমের দুলাভাই জিন্দাবাদ
অবশেষে ক্যামেরা ক্লোজ হল মৌসুমী-ডিপজল ও বাপ্পী-মিম জুটির ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির। ঢাকাই চলচ্চিত্রের অস্থির সময় ও বিগত কয়েক মাসে বেশ কয়েকটি ইস্যুর কারণে ছবিটির শুটিং শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। পরিচালক সমিতির নির্বাচন, শিল্পী সমিতির নির্বাচন, নির্বাচনের জের ধরে চিত্রপাড়ায় অভ্যন্তরীণ কোন্দল, এসব কারণে শিল্পীদের সিডিউলজনিত সমস্যার মধ্য দিয়েই ১৩ জুলাই সাভারে ডিপজলের বাড়িতে ছবির কয়েকটি দৃশ্য ধারণ শেষে ছবিটির ক্যামেরা ক্লোজ করা হয়।
এ প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘অবশেষে দুলাভাই জিন্দাবাদ ছবির শুটিং শেষ করতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের। এখন সম্পাদনা নিয়ে ব্যস্ত হব। যাবতীয় কাজ শেষ করে আশা করি এ বছরই ছবিটি মুক্তি দিতে পারব।’ এ ছবিতে মৌসুমীকে একজন প্রতিবাদী নারী চরিত্রে দেখা যাবে। যিনি অটিস্টিক ভাই আর একমাত্র বোনকে নিয়ে জীবনযুদ্ধে লড়াই করেন। মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন খল চরিত্রাভিনেতা ডিপজল। ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অনেকদিন পারিবারিক গল্পের সিনেমা হচ্ছিল না। নিজের মনে একটা অতৃপ্তি তো ছিলই। এ সিনেমায় কাজ করে তার কিছুটা ঘুচল।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, দিলারা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ববি, জ্যাকি আলমগীর, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।
No comments