ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৮ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে; বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। কেবল আসামের ২৬ জেলায় অন্তত ১৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। খবর টাইমস অব ইন্ডিয়ার। শুক্রবার দেশটির বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র জানায়, তারা কাজিরাঙ্গা পার্ক থেকে অন্তত ১৭টি বল্গা হরিণ উদ্ধার করেছে। যদিও পরে সেগুলোর মধ্যে ১৩টিকে বনে ছেড়ে দেয়া হয়। বন্যায় কাজিরাঙ্গা পার্কটির অধিকাংশ অঞ্চল ডুবে গেছে। উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য আসাম, অরুণাচল ও মনিপুরের কর্মকর্তাদের নিয়ে শুক্রবার মন্ত্রী জিতেন্দ্র বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন
No comments