সাঙ্গাকারার ছক্কায় মোবাইল ভাঙল দর্শকের
শ্রীলংকাকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি ২০-র জার্সি খুলে রেখেছিলেন কুমার সাঙ্গাকারা। পরের বছর ভারতের বিপক্ষে কলম্বো টেস্টের পর অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে। তবে এখনও বীরদর্পেই বিভিন্ন দেশে ঘরোয়া ক্রিকেট মাতাচ্ছেন এই লংকান লিজেন্ড। বৃহস্পতিবার কাউন্টির ন্যাট-ওয়েস্ট টি ২০ ব্লাস্টে সারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে তার ছক্কায় মোবাইল ভাঙল এক দর্শকের। কিছুদিন আগেই জানিয়েছেন, এ মৌসুম শেষে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেবেন।
তবে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত লংকান কিংবদন্তি সাঙ্গাকারা। কয়েকদিন আগে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলবেন সাঙ্গা। মিডেলসেক্সের বিপক্ষে এদিন সাঙ্গাকারার ব্যাটেই লড়াই করার পুঁজি পায় সারে। তার ৪২ বলে ৭০ রানের ইনিংসে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় সারে। যদিও এক উইকেটে ম্যাচ হারে তারা। স্টিভেন ফিনের করা পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে দারুণ এক ছক্কা হাঁকান সাঙ্গাকারা। বল উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে। এ সময় এক দর্শক তা ধরতে গেলে বল তার হাতে থাকা মোবাইলে আঘাত হানে। ভেঙে যায় মোবাইল। ওয়েবসাইট।
No comments