‘সম্মতি ছাড়া’ বিয়ে ঠিক, তরুণীর আত্মহত্যা
মেয়ের সম্মতি না নিয়েই বিয়ে ঠিক করেছিল পরিবার। মা-বাবার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মেয়েটি। এর জেরে সে আত্মহত্যা করে। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জেসমিন সুলতানা হ্যাপি। পুলিশ জানায়, শুক্রবার ভোরে পূর্ব রাজাবাজার এলাকার একটি বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে হ্যাপি। শেরেবাংলা নগর থানার এসআই আ. হালিম মিয়া বলেন, পারিবারিকভাবে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করা হয় হ্যাপির। বিয়েতে সম্মতি না থাকায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। সকালে টের পেয়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। এরআগেই মারা যায় সে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে জানান এসআই হালিম মিয়া।
No comments