চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ি থেকে আসিফ শেঠ (২৫) নামে ভারতীয় এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা উইলিয়াম সিং নামে আরেক ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ইউসুফ ভবন থেকে আসিফের মরদেহ এবং উইলিয়াম সিংকে উদ্ধার করা হয়। আসিফের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। নগরের আকবর শাহ থানার ওসি মো. আলমগীর মাহমুদ জানান, ইউসুফ ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন ইউএসটিসির ভারতীয় চার শিক্ষার্থী। ফ্ল্যাটের তিনটি কক্ষের মধ্যে একটিতে থাকতেন আসিফ।
আরেকটিতে উইসন। আরেকটি কক্ষে নীরাজ গুরু তার স্ত্রী জোৎস্নাকে নিয়ে থাকতেন। নীরাজ গুরুর বরাত দিয়ে ওসি আলমগীর জানান, রাতে ফ্ল্যাটে সবাই একসঙ্গে মদপান শেষে নীরাজ তার স্ত্রীকে নিয়ে নিজের কক্ষে চলে যান। আসিফ, উইলিয়ামের কক্ষে যান। রাত দেড়টার দিকে উইলিয়ামের কক্ষ অন্ধকার দেখে নীরাজ বারবার ধাক্কা দিতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খোলেন তিনি। দরজা খুলে বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উইলিয়ামকে আর মেঝেতে রক্তাক্ত অবস্থায় আসিফ শেঠকে দেখতে পান নিরাজ। পরে নীরাজ প্রতিবেশীদের সঙ্গে নিয়ে উইলিয়াম ও আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। উইলিয়াম আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ নীরাজ ও তার স্ত্রী জোসনাকে জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।পুলিশ জানায়, ওই বাসায় যে চারজন থাকতেন তারা সবাই ভারতের মণিপুরের বাসিন্দা।
No comments