মেডিকেল ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি গুলিবিদ্ধ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJHgJmm3InpOuJCH8qIdDynWR_I1upfaWBUAaO-2iBXGNoE5b-yfVcFoZGb5CoLRKOSaeH8cKbGlOOlxNAOfmfBkneL1IDB3se5-eyHS6b-wnOIEJI-_yPxI0bYwFdpBEqBbl7QbqAFvxW/s400/10.jpg)
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ মেডিকেল ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন (৫৫)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর মগবাজার দিলু রোড এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আহত আনোয়ার হোসেন ডান পাজরে গুলিবিদ্ধ হয়েছেন। এসআই বাচ্চু মিয়া আনোয়ার হোসেনের স্বজনদের বরাত দিয়ে আরও জানান, সকালে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হন তিনি। এ সময় মগবাজারের দিলু রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। তবে কে বা কারা এবং কেন আনোয়ার হোসেনকে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, সংশ্লিষ্ট এলাকার থানাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
No comments