নওয়াজ শরিফের ১৫ দুর্নীতির মামলা সচলের সুপারিশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির ১৫টি মামলা পুনরায় সচল করার সুপারিশ করেছে পানামা পেপারস কেলেঙ্কারিতে গঠিত যৌথ তদন্ত কমিটি (জেআইটি)। নওয়াজ ও তার পরিবারের সদস্যের এসব দুর্নীতির কারণে পদত্যাগের চাপে রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে দুর্নীতি কেলেঙ্কারির এসব মামলা পুনরায় সামনে আনার জন্য জেআইটির ঘোষণায় নতুন করে বিপাকে পড়েছেন পাক প্রধানমন্ত্রী। খবর এনডিটিভি ও ডনের। নওয়াজের বিরুদ্ধে আনা ১৫টি দুর্নীতি মামলার ৩টি নথিভুক্ত করা হয় ১৯৯৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টির শাসনামলে। বাকি ১২টি মামলা করা হয় সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের আমলে। ১৯৯৯ সালের অক্টোবরে সামরিক শাসনের মাধ্যমে নওয়াজ সরকারকে উৎখাত করেন পারভেজ। এছাড়া লন্ডনে নওয়াজ পরিবারের ৪টি অ্যাপার্টমেন্টের বিষয়ে ১৯৯৯ সালের ডিসেম্বরে তদন্ত শুরু করে পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)। এ বিষয়ে ২০ এপ্রিল রায়ে পাকিস্তানের সুপ্রিমকোর্ট জেআইটিকে নওয়াজের লন্ডনে অ্যাপার্টমেন্ট তৈরিতে ব্যবহৃত অর্থের উৎস তদন্তের নির্দেশ দিয়েছে। জেআইটি জানায়, ‘এই ১৫টি মামলা যথাযথ তদন্ত না করা এবং সাক্ষ্য প্রদানের সুযোগ না দেয়ার অভাবে বাতিল করা হয়েছে।’ পানামাগেট তদন্ত দল এনএবিকে লন্ডনের সম্পত্তিগুলো তদন্তের জন্যও সুপারিশ করেছে। গত ১০ জুলাই নওয়াজের অর্থ কেলেঙ্কারির বিষয়ে জেআইটির দেয়া প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে সুপ্রিমকোর্টের ৩ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। প্রতিবেদনটি পরীক্ষা করার পর বিচারিক বেঞ্চ, গত ৬০ দিনে শরিফের দলের নেতারা যেসব বক্তব্য দিয়েছে তার লিখিত কপি চেয়েছে। ধারণা করা হচ্ছে, এসব বক্তব্যে আদালত অবমাননাকর কোনো বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। মামলার পরবর্তী শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হবে।
No comments