মাদারীপুরে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে দু'পক্ষের সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার সকালে উপজেলার মাদবরের চর ইউনিয়নে নাসিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী সাড়ে বিশরশি গ্রামের শহর আলী মাদবরের ছেলে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাড়ে বিশরশি নাজিমউদ্দিন কান্দি গ্রামের মেম্বার ইলিয়াস মাদবর ও একই এলাকার আলতাফ মাদবরের মধ্যে গত ইউপি নির্বাচন থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার সকালে ইলিয়াস মাদবরের সমর্থক আইয়ুব আলী বাজার করতে গেলে পথে আলতাফ মাদবরের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা অতর্কিত হামলা চালিয়ে আইয়ব আলীকে পিটিয়ে ও পা দিয়ে পাড়ায়ে হত্যা করে বলে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কপ্লক্সের কর্তব্যরত চিকিৎসক মোকাদ্দেস শাহীন জানান,  বেলা ১১টার দিকে আইয়ব আলী নামের এক রোগীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আনা হয়। তবে হাসপাতালে আসার আগের তার মৃত্যু হয়েছে। নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ৭/৮জন রোগীকে এ স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। শিবচর থানা ওসি জাকির হোসেন মোল্লা জানান, এনিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলতাফ মাদবরসহ সাতজনকে আটক করা হয়েছে।

No comments

Powered by Blogger.