খুলনায় 'বন্দুকযুদ্ধে' ২ যুবক নিহত
খুলনার সদর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বাবু ওরফে গুড্ডু বাবু (৩৫) ও এমডি আল মাহমুদ (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুই যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রোববার মধ্যরাতে মহানগরীর রেলওয়ে এলাকায় প্রভাতী স্কুলের পাশে কবরস্থান সড়কে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গলি একটি ছোড়া, দুইটি রাম-দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, রাতে ওই এলাকায় অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু ও মাহমুদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকা তাদের মৃত ঘোষণা করেন। এডিসি মনিরা সুলতানা বলেন, নিহতদের বিভিন্ন থানায় বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
No comments