ব্রিটেনে নির্বাচনের পর দ্রুত ব্রেক্সিট আলোচনার আহবান মের্কেলের
ব্রিটেনে নির্বাচনের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রেক্সিট আলোচনা দ্রুত শুরু করতে শুক্রবার যুক্তরাজ্যের প্রতি আহবান জানিয়েছেন। দেশটির আগাম এ নির্বাচনে প্রধানমন্ত্রী থেরেসা মে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। খবর এএফপি’র। মেক্সিকো সফরকালে মের্কেল বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। সময়ের বিষয়টি মাথায় রেখে আমরা এ আলোচনা দ্রুত শুরু করতে চাই।’ তিনি বলেন, ব্রিটেন এখন কিভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে সে ব্যাপারে যুক্তরাজ্যের সাথে আলোচনা ইইউ’র সদস্যভুক্ত ২৭টি দেশ আগামী কয়েকদিনের মধ্যে শুরু করবে। এক সংবাদ সম্মেলনে মের্কেল বলেন, এতদিন ‘আমরা ব্রিটেনের নির্বাচনের অপেক্ষায় ছিলাম। দেশটির নির্বাচন পর্ব শেষ হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে আমরা ব্রেক্সিট সংক্রান্ত আলোচনা শুরু করবো।
আলোচনায় আমরা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি রাষ্ট্রের স্বার্থ দেখবো। তবে ব্রিটেন এতে তাদের নিজস্ব স্বার্থ দেখবে।’ একই সাথে আমরা এটাও বলছি যে, ‘আমরা ভাল অংশীদার দেশ ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নে রাখতে চাই। ব্রিটেন ইউরোপের অংশ। এমনকি ইউরোপীয় ইউনিয়নে আর না থাকলেও তারা ইউরোপের অংশ। উল্লেখ্য, মে বেক্সিট আলোচনায় তার হাত আরো শক্তিশালী করার লক্ষে নির্ধারিত সময়ের তিন বছর আগে আগাম নির্বাচন আহবান করেন। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা প্রশ্নে ২০১৬ সালের জুনে ব্রিটেনের গণভোটের পর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ আগাম নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে মে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন।
No comments