কক্সবাজারে দেশের বৃহত্তম সোলার পাওয়ার প্লান্ট নির্মাণকাজের উদ্বোধন
কক্সবাজারের টেকনাফে উদ্বোধন হয়েছে দেশের বৃহত্তম সোলার পাওয়ার প্লান্টের নির্মাণকাজ। টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেডের ২০ মেগাওয়াট সোলারপার্ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি। প্রকল্পটি আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার টার্গেট করছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেড। টেকনাফের নাফ নদীর তীরে একশত একর জমির জুড়ে নির্মিত হচ্ছে এই সোলার প্লান। এটি বাস্তবায়ন হলে টেকনাফ ও উখিয়া উপজেলার বিদ্যুৎ চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে বলে জানান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। জুলস পাওয়ার লিমিটেডের এমডি নোহেল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, টেকনাফ সোলারটেক এনার্জি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মাহামুদুল হাসান প্রমুখ।
No comments