বালিশে সাপ ধরার এই ভিডিও এখন ভাইরাল
বালিশের কাপড় দিয়ে সাপ ধরে চমক লাগিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার এক মহিলা। তার সাপ ধরার কীর্তি ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়া হয়। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। ১ জুন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই ৩৬ লাখ দর্শক তা দেখে ফেলেছেন। ট্যাটু শিল্পী সানসাইন ম্যাককারি তার ফেসবুকে ভিডিও প্রকাশের প্রসঙ্গে বলেন, ‘বাড়ি ফিরে দেখি আমার বসার ঘরে ৫–৬ ফুটের কালো রঙের একটি সাপ আরাম করছে।’ সেটাকে ধরতেই বালিশের কাপড় নিয়ে আসেন সানসাইন ম্যাককারি। সাপটিকে বালিশের কাপড়ের মধ্যে ভরে তিনি বাড়ির বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেন। ম্যাককারির এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন ৩৭ হাজার জন এবং আট হাজার প্রতিক্রিয়া এসেছে এই ভিডিওর। ট্যাটু শিল্পীর সাহস দেখে অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন।
No comments