জিততেই হবে বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে হারতে হবে
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে। সে সঙ্গে প্রার্থনা করতে হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া যেন হেরে যায়। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর সুখস্মৃতি নিয়ে মঙ্গলবার কার্ডিফে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেই কার্ডিফেই কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণ সহজ না হলেও কঠিনও নয়। নিউজিল্যান্ডকে হারাতে পারলে শেষ চারের পথে একপা দিয়ে রাখবে টাইগাররা। এরপর অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়া যেন হেরে যায়। তবে অস্ট্রেলিয়া জিতলে এবং বাংলাদেশও জয় পেলে তা কোনো কাজে আসবে না। আবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ যদি পরিত্যক্ত হয় এবং বাংলাদেশ জিতে যায় তাহলে অসিদের ও টাইগারদের পয়েন্ট হবে সমান তিন। তাতে একটি জয়ের সুবাদে সেমিতে চলে যাবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয় এবং অস্ট্রেলিয়া হেরে যায়, তাহলেও সেমিতে চলে যাবে টাইগাররা। তবে যদি দুটি ম্যাচই পরিত্যক্ত হয় তাহলে তিন পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াই শেষ চারের টিকিট কাটবে। এই গ্রুপ থেকে টানা দুটি জয় পেয়ে সবার আগে গ্রুপ পর্ব পেরিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এদিকে সোমবার কার্ডিফে যাওয়ার সময় যানজটে পড়েছিলেন মাশরাফি মুর্তজারা।
লন্ডন থেকে কার্ডিফের দূরত্ব সড়কপথে তিন ঘণ্টার হলেও লেগে যায় পাঁচ ঘণ্টা। টাইগাররা এদিন অনুশীলন করেনি কাল ঘাম ঝরিয়েছেন সাকিব-তামিমরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বলেই জয়ের আশা করছেন সাকিব আল হাসানরা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিউইদের হারিয়েছে বাংলাদেশ। তার ওপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেছে টাইগাররা। সেখানে নিউজিল্যান্ড মাত্র ২২৩ রানে অলআউট হয়েছে। কিউইদের বিপক্ষে জয়ের আশা নিয়ে সাকিব বলেন, ‘আমরা ওদের সঙ্গে অনেক বার খেলেছি। অনেক জিতেছি। এরকম প্রতিপক্ষ হলে মানসিক প্রস্তুতিতে একটা অভ্যস্ত ভাব থাকে।’ কাল বাংলাদেশ কার্ডিফের সোফিয়া গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেটে হেরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ‘এ’ গ্রুপ থেকে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া দুই পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান এক।
No comments