সাংবাদিক অপহরণ: মাথায় ব্যাগ বেঁধে প্রতিবাদ
আজারবাইজানের এক সাংবাদিককে অপহরণ করায় জর্জিয়ার সাংবাদিকরা তাদের মাথা ব্যাগ দিয়ে ঢেকে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। জর্জিয়ার রাজধানী টিবলিসি থেকে আজারবাইজানের ভিন্নমতাবলম্বী সাংবাদিক আফকান মাক্সটারলিকে অপহরণ করা হয়। খবর বিবিসির। মাক্সটারলি বহুদিন ধরে জর্জিয়ায় নির্বাসিত জীবন-যাপন করছিলেন। কয়েক সপ্তাহ আগে তিনি জর্জিয়ার রাজধানী টিবলিসি থেকে নিখোঁজ হন। এরপর তাকে আজারবাইজানের এক আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে দেশটির সরকার বে-আইনিভাবে সীমান্ত অতিক্রম এবং অর্থ পাচারের অভিযোগ আনে।
তাই সাংবাদিক মাক্সটারলির প্রতি সংহতি প্রকাশ করতে এবং তার মুক্তির দাবিতে জর্জিয়ার সাংবাদিকরা তাদের অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্যাগ দিয়ে মাথা ঢেকে। একটি পার্লামেন্ট অধিবেশন কভার করতে যাওয়া সাংবাদিকরাও তাদের মাথা ঢেকে রেখেছিলেন ব্যাগ দিয়ে। টিভি পিরভেলির একটি জনপ্রিয় কারেন্ট এফেয়ার্স প্রোগ্রাম 'রিয়েকসিটা'র উপস্থাপিতা ইনগা গ্রিগোলিয়া প্লাস্টিকের ব্যাগ দিয়ে মাথা মুড়ে ক্যামেরার সামনে হাজির হন। জিওর্গি গাবুনিয়া নামের আরেক জনপ্রিয় টেলিভিশন সাংবাদিকও তার অনুষ্ঠানের পুরো সময় জুড়ে একইভাবে মাথা ঢেকে রেখেছিলেন। ওই অনুষ্ঠানে সরকারের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি ইন্টারভিউ করবেন বলে কথা ছিল। কিন্তু উপস্থাপক এভাবে মাথা ঢেকে রাখায় মন্ত্রী শেষ পর্যন্ত ইন্টারভিউ দিতে রাজী হননি। এদিকে জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ওই সাংবাদিককে অপহরণ করে আজারবাইজানে পাঠানোর অভিযোগ উঠেছে। অবশ্য তিনি সরকারের কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করছেন। সাংবাদিক আফকান মাক্সটারলির স্ত্রী এবং জর্জিয়ার বিরোধী দলগুলো সরকারের এই বক্তব্য বিশ্বাস করে না।
No comments