এফবিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ চলছে
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত তা চলবে। এবারের নির্বাচনে সমঝোতার মাধ্যমে চেম্বার গ্রুপ থেকে সরকার-সমর্থক প্যানেলের ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এবার ৬০ জন পরিচালক পদের মধ্যে শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদের জন্য ভোট হবে। বাকি ৪২টি পদের মধ্যে ২৪ জন পরিচালক মনোনীত হয়েছেন। এই ১৮টি পদের জন্য ব্যবসায়ী ঐক্য ফোরাম ও সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে দুটি পৃথক প্যানেলে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেলপ্রধান শফিউল ইসলাম মহিউদ্দিন। আর ব্যবসায়ী ঐক্য ফোরামের সমন্বয়কারী কাজী ইফতেখার হোসেন বাবলু। এফবিসিসিআইর অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে মোট ভোটার দুই হাজার ৩৪১ জন। এর মধ্যে ৮১টি চেম্বার থেকে ৪৫৪ জনকে ভোটার করা হয়েছে। অন্যদিকে ৩৪০টি অ্যাসোসিয়েশন থেকে ভোটার হয়েছেন এক হাজার ৮৮৭ জন।
No comments