আকাশে মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান
আবারও মাঝ আকাশে মুখোমুখি হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বোমারু বিমান। এবার কৃষ্ণসাগরের আকাশে মাত্র ২০ ফুটের মধ্যে অবস্থান নিয়ে উত্তেজনা ছড়াল দু’দেশের বিমান। মঙ্গলবার মার্কিন বিমানবাহিনীর গোয়েন্দা বিমান পোসেইডন পি-৮এ এবং রুশ বিমান এসইউ-৩০ এমন বিপজ্জনক অবস্থান নিয়েছিল। শুক্রবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন পামেলা কুনজে। খবর সিএনএনের। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একটি মার্কিন গোয়েন্দা বিমানের গতিপথ রোধ করে দিয়েছে রুশ বোমারু বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়া সীমান্তের দিকে যাওয়ার সময় মার্কিন এই বোমারু বিমানটির গতিপথ রোধ করে রুশ বিমান এসইউ-৩০।
সাধারণত মারাত্মক বিপজ্জনক পরিস্থিতিতে এটা করা হয় বলে জানা গেছে। যুদ্ধবিমানের পাইলটদের দারুণ দক্ষতার জন্যই মাঝ আকাশে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সামরিক পর্যবেক্ষকরা। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, নিরাপদ দূরত্ব থেকেই রুশ পাইলটরা কৃষ্ণসাগরের আকাশে একটি বস্তু দেখতে পান। প্রথমে ওটা যুদ্ধবিমান বলে বোঝা যায়নি। পরে সেটিকে মার্কিন গোয়েন্দা বিমান পি-৮এ হিসেবে শনাক্ত করা হয়। রুশ রাডারে ধরা পড়ার পর রুশ পাইলট মার্কিন পাইলটের সঙ্গে কথা বলেন এবং বিমানের বিশেষ কসরত দেখান। তখন মার্কিন গোয়েন্দা বিমানটি রুশ সীমান্তের দিকে না গিয়ে ভিন্ন দিকে চলে যায়।
No comments