পদ্মায় গোসল করতে নেমে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নাছিমা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া তার মেয়ে তানিয়া (১৫) নিখোঁজ রয়েছেন। শনিবার উপজেলার গাওঁদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে পদ্মা নদীতে একই পরিবারের চারজন গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে পদ্মায় মা, দুই মেয়ে ও ভাগনি গোসল করতে নামলে স্রোতের তোড়ে তারা ভেসে যায়। আশপাশে থাকা লোকজন নাছিমা বেগমের ভাগনি যুথী (১৩) ও মেয়ে সোনিয়াকে (১৫) উদ্ধার করে। যুথীকে মুন্সীগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পর বেলা সাড়ে ৩টায় মাঝ নদী থেকে নাছিমা বেগমের লাশ উদ্ধার করা হয়। এদিকে তানিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। পারিবারিক সুত্র জানায়, তানিয়া এবং সোনিয়া জমজ বোন। তারা ঢাকার সদরঘাট এলাকায় থাকে। পুলিশ জানায়, পাশের উপজেলা শ্রীনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার জেলে নৌকা দিয়ে তানিয়াকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। লৌহজং থানার ওসি মো. আনিছুর রহমান জানান, নাছিমা বেগম ঢাকা থেকে শুক্রবার লৌহজংয়ের শামুরবাড়ি গ্রামে জাকির হোসেন নামে এক আত্মীয়ের বাড়িতে কূলখানি অনুষ্ঠানে আসেন। শনিবার দুপুরে দুই মেয়ে ও ভাগনিকে নিয়ে বাড়ি পাশে পদ্মা নদীতে গোসল করতে যান।
No comments