ট্রাফিক আইন অমান্য করায় ২৭৪৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৭৪৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পাশাপাশি ৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দিনভর অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ২৪টি গাড়ি ডাম্পিং ও ১৮২টি গাড়ি রেকারও করা হয়। ট্রাফিক বিভাগ হতে জানানো হয়েছে, হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা ও জরিমানা করা হয়। মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫ : ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের জড়িত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৫৯৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮০০ গ্রাম ১৭৪ পুরিয়া গাঁজা, ১৭২ গ্রাম ২১৪৯ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ৯২ লিটার বিয়ার, ৫ লিটার দেশি মদ ও ৭৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
No comments