ইন্দোনেশিয়ার উপকূলে আজব প্রাণী
ইন্দোনেশিয়ার সমুদ্র তীরে বিশালাকার একটি অজ্ঞাত সামুদ্রিক প্রাণীর দেহ ভেসে এসেছে। দেশটির সেরাম দ্বীপের হুলুং সমুদ্র তীরে হঠাৎই বিশাল এক আজব প্রাণীকে দেখে চমকে যান স্থানীয়রা। বুধবার হঠাৎ বিরাট পাথরের মতো কিছু একটা সমুদ্র স্রোতের ওপর দিয়ে মাথা তুলতে দেখেন তারা। যে জায়গায় প্রাণীটি পড়ে ছিল তার আশপাশের পানির রং টকটকে লাল হয়ে গিয়েছিল। খবর দ্য ইন্ডিপেনডেন্টের আসরুল তুয়ানাকোটা নামে স্থানীয় এক ব্যক্তির প্রথম নজরে আসে বিষয়টি। প্রথমে তিনি মনে করেছিলেন, কোনো নৌকা বা জাহাজের কনটেইনার ভেসে এসেছে। পরে ভাল করে খেয়াল করে দেখলেন বিষয়টি এমন নয়। তিনি স্থানীয়দের ডেকে বিষয়টা জানান। কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি মারা যায়।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা, প্রাণীটি বিশালাকার একটি স্কুইড। স্কুইডটি লম্বায় ছিল ২২ মিটার। চওড়ায় ৪ মিটার। ওজন আনুমানিক ৩৫ টন। কোনো কারণে স্কুইডটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ফলে লাল হয়ে যায় সমুদ্রের ওই অংশের পানি। ঠিক কি কারণে স্কুইডটি মারা গেছে তা জানতে স্থানীয় কলেজের গবেষক দল ওই এলাকায় পৌঁছেছে। তবে সেরাম দ্বীপের বাসিন্দারা বিশালাকার এ প্রাণীর মৃতদেহ সরানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। কারণ, এটি গলতে শুরু করেছে এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
No comments