ভারতের ঘাড়ে উইন্ডিজের নিশ্বাস
ফাইনালে
ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে
ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন স্যামির দলকে এখন হাতছানি দিচ্ছে আইসিসির
টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানও। সর্বশেষ র্যা ঙ্কিংয়ে ১ নম্বর দল
ভারতের চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্টে পিছিয়ে ক্যারিবীয়রা। র্যা ঙ্কিংয়ে ভারত ও
ওয়েস্ট ইন্ডিজের পরেই আছে সেমিফাইনালে বিদায় নেওয়া নিউজিল্যান্ড।
রানার্সআপ ইংল্যান্ড ৪-এ। ব্যক্তিগত র্যা ঙ্কিংয়ে ব্যাটসম্যানদের ১ নম্বর
স্থানটা ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় বিরাট কোহলি।
সেমিফাইনাল ও ফাইনালের পর সবচেয়ে বড় লাফটা দিয়েছেন ইংল্যান্ডের জো রুট।
সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ৪-এ উঠে এসেছেন রুট। বাংলাদেশের
ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে সাব্বির রহমান। সেমিফাইনাল-ফাইনালের পর
অন্যদের ওঠা-নামায় এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে সাব্বির। বোলারদের ১ নম্বর
স্যামুয়েল বদ্রি। বছর দুয়েক কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায়
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে নামই ছিল না ওয়েস্ট ইন্ডিয়ান লেগ
স্পিনারের। সেই বদ্রি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতেই ফিরে পেয়েছেন ১
নম্বর জায়গাটা। দুইয়ে আরেক লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে সাকিব আল হাসান। ফাইনালের পর দুই ধাপ
পিছিয়ে আছেন ১৫ নম্বরে। টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকায় সাকিব এখনো
দুইয়ে। অবসর নিয়ে ফেলেছেন ১ নম্বর অলরাউন্ডার শেন ওয়াটসন। তাই শিগগিরই
হয়তো ফিরে পাবেন শীর্ষস্থানটা। তথ্যসূত্র: আইসিসি। দলীয় র্যা ঙ্কিং
(শীর্ষ পয়েন্ট
১. ভারত ১২৬
২. ওয়েস্ট ইন্ডিজ ১২৫
৩. নিউজিল্যান্ড ১২০
৪. ইংল্যান্ড ১১৫
৫. দক্ষিণ আফ্রিকা ১১৫
৬. অস্ট্রেলিয়া ১১২
৭. পাকিস্তান ১০৭
৮. শ্রীলঙ্কা ১০৫
৯. আফগানিস্তান ৮১
১০. বাংলাদেশ ৭৪
শীর্ষ পাঁচ
ব্যাটসম্যান
পয়েন্ট
১ (-) বিরাট কোহলি ৮৮৯
২ (-) অ্যারন ফিঞ্চ ৮০৩
৩ (-) মার্টিন গাপটিল ৭৫৪
৪ (+৭) জো রুট ৭৫০
৫ (-১) ফাফ ডু প্লেসি ৭৪১
বোলার
পয়েন্ট
১ (-) স্যামুয়েল বদ্রি ৭৯০
২ (-) ইমরান তাহির ৭৪০
৩ (-) রবিচন্দ্রন অশ্বিন ৭১২
৪ (-) শহীদ আফ্রিদি ৬৭৪
৫ (-) কাইল অ্যাবট ৬৭১
অলরাউন্ডার
পয়েন্ট
১ (-) শেন ওয়াটসন ৩৭৩
২ (-) সাকিব আল হাসান ৩৪৬
৩ (-) শহীদ আফ্রিদি ৩৩২
৪ (-) গ্লেন ম্যাক্সওয়েল ৩২৯
৫ (-) মারলন স্যামুয়েলস ২৮৮
১. ভারত ১২৬
২. ওয়েস্ট ইন্ডিজ ১২৫
৩. নিউজিল্যান্ড ১২০
৪. ইংল্যান্ড ১১৫
৫. দক্ষিণ আফ্রিকা ১১৫
৬. অস্ট্রেলিয়া ১১২
৭. পাকিস্তান ১০৭
৮. শ্রীলঙ্কা ১০৫
৯. আফগানিস্তান ৮১
১০. বাংলাদেশ ৭৪
শীর্ষ পাঁচ
ব্যাটসম্যান
পয়েন্ট
১ (-) বিরাট কোহলি ৮৮৯
২ (-) অ্যারন ফিঞ্চ ৮০৩
৩ (-) মার্টিন গাপটিল ৭৫৪
৪ (+৭) জো রুট ৭৫০
৫ (-১) ফাফ ডু প্লেসি ৭৪১
বোলার
পয়েন্ট
১ (-) স্যামুয়েল বদ্রি ৭৯০
২ (-) ইমরান তাহির ৭৪০
৩ (-) রবিচন্দ্রন অশ্বিন ৭১২
৪ (-) শহীদ আফ্রিদি ৬৭৪
৫ (-) কাইল অ্যাবট ৬৭১
অলরাউন্ডার
পয়েন্ট
১ (-) শেন ওয়াটসন ৩৭৩
২ (-) সাকিব আল হাসান ৩৪৬
৩ (-) শহীদ আফ্রিদি ৩৩২
৪ (-) গ্লেন ম্যাক্সওয়েল ৩২৯
৫ (-) মারলন স্যামুয়েলস ২৮৮
No comments