‘গোডোর প্রতীক্ষায়’ নাটকের রজতজয়ন্তী প্রদর্শনী
নোবেল
বিজয়ী নাট্যকার ‘স্যামুয়েল বেকেট’ এর বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গোডো’।
বাংলাদেশের জাতীয় অধ্যাপক কবির চৌধুরী নাটটি অনুবাদ করেছেন ‘গোডোর
প্রতীক্ষায়’ নামে। নাট্যব্যক্তিত্ব ও নির্দেশক আতাউর রহমানের নির্দেশনায়
‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী’ নাটটির নিয়মিত প্রদর্শনী করে
আসছে। কাল বুধবার ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও
থিয়েটার হলে ‘গোডোর প্রতীক্ষায়’ নাটকটির রজতজয়ন্তী মঞ্চায়ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর
আহ্বায়ক অভিনেত্রী শিরিন বকুল। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক
আবদুস সেলিম ও নির্দেশক আতাউর রহমান। ২০১১ সালের ২৫ এপ্রিল আবদুল্লাহ
আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর প্রথম প্রযোজনা হিসেবে শিল্পকলা
একাডেমির জাতীয় নাট্যশালায় ‘গোডোর প্রতীক্ষায়’ নাটকটির প্রথম মঞ্চায়ন
অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরে নাটকটি দেশ ও দেশের বাইরে এবং বিভিন্ন উৎসব
মিলিয়ে ২৪ টি প্রদর্শনী সম্পন্ন করে। নাটকটিতে অভিনয় করেছেন নূর-জামান,
শারমিন সানজিদা খানম, জয়িতা মহলানবীশ, গোলাম শাহরিয়ার, পারভেজ রানা,
তিশানা, শাহজাদা সম্রাট। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ
ইউসুফ এবং আবহ সংগীত করেছেন অজয় দাস।
No comments