রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ
পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকেরা আজ সোমবার সকাল ছয়টা থেকে রাজপথ ও রেলপথ অবরোধ শুরু করেছে। ধর্মঘটের পাশাপাশি শ্রমিকদের এ কর্মসূচি চলছে। শ্রমিকেরা সকাল থেকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন। খুলনা-যশোর রেলপথেও অবরোধ চলছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আট সপ্তাহের বকেয়া বেতন, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। এ অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত পাটকলে ৪ এপ্রিল থেকে টানা ছয় দিনের (মাঝে শুক্রবার বাদে) শ্রমিক ধর্মঘটের কারণে কারখানাগুলোতে প্রায় এক হাজার মেট্রিক টন উৎপাদন ঘাটতি হয়েছে। যার বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
No comments