ভারতি এয়ারটেলের বাংলাদেশ কার্যক্রমের দায়িত্ব নিলেন টবিট
ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণকারী প্রতিষ্ঠান ভারতি এয়ারটেলের বাংলাদেশের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন ক্রিস টবিট।
গতকাল মঙ্গলবার থেকে তিনি গুলশানে ওয়ারিদের কার্যালয়ে কাজ শুরু করেছেন। এর আগে তিনি ভারতি এয়ারটেলের এন্টারপ্রাইজ ব্যবসায় বিভাগের পরিচালক (বিক্রয় ও পরিচালন) হিসেবে কাজ করেন।
ব্যবস্থাপনা, বিক্রয়, বিপণন ও আন্তর্জাতিক বাণিজ্যে দীর্ঘ অভিজ্ঞতাসমৃদ্ধ ক্রিস টবিট ভারতীয় মোবাইল ফোন অপারেটর ভারতি এয়ারটেলে ১১ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
গতকাল মঙ্গলবার থেকে তিনি গুলশানে ওয়ারিদের কার্যালয়ে কাজ শুরু করেছেন। এর আগে তিনি ভারতি এয়ারটেলের এন্টারপ্রাইজ ব্যবসায় বিভাগের পরিচালক (বিক্রয় ও পরিচালন) হিসেবে কাজ করেন।
ব্যবস্থাপনা, বিক্রয়, বিপণন ও আন্তর্জাতিক বাণিজ্যে দীর্ঘ অভিজ্ঞতাসমৃদ্ধ ক্রিস টবিট ভারতীয় মোবাইল ফোন অপারেটর ভারতি এয়ারটেলে ১১ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
No comments