অতিরিক্ত আবেদনময়ী হওয়ায় চাকরিচ্যুত
অতিরিক্ত
আবেদনময়ী হওয়ার কারণে চাকরি হারাতে হয়েছে রাশিয়ান এক যুবতীকে। তার নাম
ইলেনা ভারবিতস্কায়া। তিনি চাকরি করতেন এডমিনিস্ট্রেটিভ ইনফ্রিঞ্জমেন্টস
এনফোর্সমেন্ট অফিসে। কিন্তু ওই অফিসের বস ইলেনার কিছু ছবি দেখতে পান
অনলাইনে। তাতে ইলেনাকে ডিজে হিসেবে পরিচিয় দেয়া হয়েছে এবং ছবিগুলোতে রয়েছে
যৌন আবেদন। এ কথা ইলেনা স্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনি একজন ডিজে। এই
আবেদনময়ী হওয়ার অপরাধে তাকে চাকরিচ্যুত করেন তার বস। এ খবরটি লুফে নিয়েছে
বৃটিশ মিডিয়া। তাতে বলা হয়েছে, মঞ্চে ইলেনার পরিচয় হলো ডিজে ইলিস সেক্সটন
নামে। এই নামেই তিনি বিভিন্ন পার্টিতে পারফরম করেন। ওদিকে এডমিনিস্ট্রেটিভ
ইনফ্রিঞ্জমেন্টস এনফোর্সমেন্ট অফিসে তিনি নতুন পদোন্নতি পাওয়ার পথে। এমন
সময় তিনি অফিসে গিয়ে একদিন হতবাক। তাকে একটি নোট ধরিয়ে দেয়া হয়। তাতে বলা
হয়, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ নিয়ে ওই বসের বিরুদ্ধে মামলা করেছেন
ইলেনা। আইনজীবি নিয়োগ করেছেন ম্যাক্সিম ইউশিনকে। ইউশিন বলেন, অতিরিক্ত যৌন
আবেদনময়ী হওয়ার জন্য ইলেনাকে চাকরিচ্যুত করা হয়েছে। রাশিয়ার আইন অনুযায়ী
ইলেনা কোন অন্যায় করেন নি।
No comments