ভারত-নেপাল সীমান্তে বিক্ষোভ অব্যাহত, উত্তেজনা
ভারতের নিকটবর্তী নেপালের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা থামেনি। দফায় দফায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়। পরদিনও বিক্ষোভ অব্যাহত থাকে। নতুন সংবিধান নিয়ে বিক্ষোভরত নেপালের মাধেসি সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধানটি প্রণয়ন করা হলে তা মাধেসি সম্প্রদায়কে কয়েকটি প্রদেশে ছড়িয়ে দেবে।
অথচ মাধেসিরা নিজেদের নিয়ে একটি বড় প্রদেশ গঠন করতে চাইছে, যেখানে নিজস্ব নিয়ন্ত্রণ থাকবে। এ অবস্থায় নতুন সংবিধান বাতিলে দক্ষিণাঞ্চলীয় নেপালে তারা বিক্ষোভ গড়ে তুলেছে। শুধু তাই নয়, সীমান্ত আটকে রাখার কারণে দেশজুড়ে মারাত্মক জ্বালানি সংকট দেখা দিয়েছে। কয়েক মাসের এ বিক্ষোভে এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। আর আহতের কোনো সরকারি হিসাব নেই। মঙ্গলবার সকালের দিকে সীমান্ত অঞ্চল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে সক্ষম হয় নেপাল পুলিশ।
No comments