আখাউড়া দিয়ে ট্রানজিটের প্রথম চালান
বাংলাদেশ ও ভারতসহ সার্কের চারটি দেশের মধ্যে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয়েছে। এ ট্রানজিট বাস্তবায়ন প্রক্রিয়ায় ভারতীয় ভোডা ফোনের ইলেক্ট্রনিকস সরঞ্জাম ভর্তি একটি (কাভার্ডভ্যান) ট্রাকের প্রথম চালান মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে। এ সময় ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা বাণিক বত্ত চক্রবর্তী বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) মিহির কুমার চাকমার কাছ থেকে ভোডা ফোনের ইলেক্ট্রনিকস সরঞ্জামসংক্রান্ত কাগজপত্র বুঝে নেন।
ট্রানজিট সুবিধার আওতায় পরীক্ষামূলক এই ভারতীয় পণ্য সামগ্রী নিয়ে ট্রাকটি রোববার বিকালে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দরে আসে। ট্রাকটি সোমবার সকাল সাড়ে ৮টায় বেনাপোল থেকে আখাউড়ার উদ্দেশে ছেড়ে আসে। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সার্ক জোটের চারটি দেশ- বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপালের মধ্যে পণ্যবাহী যান চলাচলের জন্য সম্প্রতি সম্পাদিত (বিবিআইএন)’র চুক্তির আওতায় পরীক্ষামূলক যান চলাচল শুরু হয়েছে। এই চুক্তির আওতায় পশ্চিম বঙ্গের কলকাতা থেকে ভারতীয় ভোডা ফোনের ইলেক্ট্রনিকস সরঞ্জাম ভর্তি (কাভার্ডভ্যান) ট্রাকের প্রথম চালান মঙ্গলবার বেলা ১টায় আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছায়।
No comments