সাদামাটা এক রাজকন্যা
সত্যিকারের
রাজকন্যা তিনি। এক বছর ধরে গোপনে বসবাস করে আসছেন বৃটেনের লেইচেস্টারে।
অতিরিক্ত মনোযোগ এড়ানোর জন্য আর দশটা মানুষের মতো অনাড়ম্বর জীবনযাপন বেছে
নিয়েছেন তিনি। তিনি জাপানের প্রিন্সেস মাকো অব আকিশিনো। নিজ দেশে ব্যাপক
জনপ্রিয় এ রাজকন্যা। সেখানে তার জীবনযাত্রা বিলাসবহুল। জনসমক্ষে বের হলে
মানুষের চোখের আড়াল হওয়ার সুযোগ সেখানে নেই। বৃটেনে তিনি এসেছিলেন
উচ্চশিক্ষা গ্রহণে। ‘আর্ট মিউজিয়াম অ্যান্ড গ্যালারি স্টাডিজ’ বিষয়ে তিনি
মার্স্টার্স সম্পন্ন করতে ভর্তি হন ইউনিভার্সিটি অব লেইচেস্টারে। এখানে
অন্য শিক্ষার্থীদের ভিড়ে অনেকটা প্রকাশ্যে গোপন রেখেছেন নিজের রাজপরিচয়।
পড়াশোনা চলাকালে আর দশটা শিক্ষার্থীর মতো ডরমেটরিতে থেকেছেন। মিররের
প্রতিবেদনে উঠে এসেছে এ রাজকন্যার ঘটনা। প্রিন্সেস মাকো প্রিন্স আকিশিনো ও
প্রিন্সেস কিকোর জেষ্ঠ কন্যাসন্তান। তার দাদা-দাদি হলেন জাপানের সম্রাট
আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো। বৃটেনে পড়াশোনার জন্য প্রিন্সের মাকো এর আগেও
এসেছেন। ২০১০ সালে ডাবলিন ইউনিভার্সিটি কলেজে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন।
২০১২ সালে ইউনিভার্সিটি অব এডিনবরায় পড়াশোনা করেছেন। মাস্টার্স সম্পন্ন করে
সম্প্রতি জাপানে ফিরে গেছেন প্রিন্সেস মাকো। এখন মাস্টার্সের ফলের জন্য
অপেক্ষা করছেন তিনি। ইউনিভার্সিটি অব লেইচেস্টারের প্রেসিডেন্ট ও
ভাইস-চ্যান্সেলর প্রফেসর পল বয়েল সম্প্রতি গিয়েছিলেন জাপান সফরে। সেখান
থেকে ফিরে তিনি বলেন, প্রিন্সেস মাকো পড়াশোনার জন্য আমাদের
শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেয়ায় আমরা খুশি। আমার বিশ্বাস তিনি লেইচেস্টারে
দারুণ সময় পার করেছেন। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রিন্সেস মাকো
সম্পৃক্ততা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
No comments