আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ
জঙ্গি
সংগঠন হিসেবে চিহ্নিত করে আনসারুল্লাহ বাংলা টিমকে (এবিটি) নিষিদ্ধ ঘোষণা
করা হয়েছে। গতকাল শেষ বেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ
সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশে বলা হয়, ২০১৩ সালের
সন্ত্রাসবিরোধী আইনের ১৮(২) ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত
থাকার অভিযোগ আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হলো। এর আগে, ২০০৫ সালে
হরকাতুল জিহাদ আল ইসলাম, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি),
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ
(হুজিবি) ও শাহাদাত আল হিকমাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর ২০০৯ সালে হিযবুত
তাহ্?রীরকে নিষিদ্ধ করা হয়। আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিম
জেএমবি ও হরকাতুল জিহাদের চেয়েও বড় সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে সারা বিশ্বে
পরিচিত। তারা আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে। এ ছাড়া গেল সপ্তাহে পুলিশ সদর
দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সন্ত্রাসবিরোধী আইনের
১৮ ধারা অনুযায়ী আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়।
এরপর মন্ত্রণালয় সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট একাধিক
সূত্রে জানা গেছে, ১০ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয়ার পর সরকার
এবিটিকে নিষিদ্ধ করার পক্ষে নীতিগত মত দেয়। এদিকে ২০১৩ সালের ১৫ই
ফেব্রুয়ারি শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের অন্যতম সদস্য ব্লগার রাজীব
হায়দার শোভনকেও ধর্ম নিয়ে কটূক্তির জন্য প্রাণ দিতে হয়। এ বছরের ২৬শে
ফেব্রুয়ারি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা বিজ্ঞানমনস্ক লেখক মার্কিন নাগরিক
ড. অভিজিৎ রায়কে টিএসসির জনবহুল এলাকায় হত্যা করে। অন্যদিকে তেজগাঁও
বেগুনবাড়ি এলাকায় ব্লগার আশিকুর রহমান বাবুকে হত্যা করা হয়। সমপ্রতি সিলেটে
ব্লগার অনন্ত বিজয়কে তার বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়। তিনিও অভিজিৎ
রায়ের মুক্তমনা ব্লগের লেখক ছিলেন। এসব হত্যাকাণ্ডে দায় স্বীকার করে
আনসারুল্লাহ বাংলা টিম। এরপর গত ২০শে মে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন
সিদ্দিক, ঢাবির জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, ড. জাফর ইকবাল ও
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ ১০ বিশিষ্ট ব্যক্তিকে
হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম। তাদেরকে ইংরেজি ভাষায় লেখা চিঠির
মাধ্যমে ওই হুমকি দেয়া হয়। আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে
বলা হয়, মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেড। ওই জঙ্গি টিমের হুমকিসহ নানা কারণে
তাদের নিষিদ্ধ করা হলো।
No comments