রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলা যাবে না, তারা মানুষ: সু চি
মিয়ানমারের
বিরোধী দলীয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এবার রোহিঙ্গা ইস্যুতে মুখ
খুললেন। মিয়ানমার থেকে সহিংসতা এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে
প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা। মিয়ানমার সরকারের প্রতি
জানানো আহ্বানে সু চি রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। অং
সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র
গতকাল বলেছেন, সাগরে ভাসমান ভয়াবহ দুর্দশায় পতিত এসব রোহিঙ্গা মুসলমানদের
‘মানবাধিকার’ প্রাপ্য। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সু চির মুখপাত্র
নিয়ান উইন বলেন, নাগরিক হিসেবে তাদের যদি গ্রহণ করা না হয়, তাদের শুধু
নদীতে বা ঠেলে সমুদ্রে পাঠিয়ে দেয়া যাবে না। তারা মানুষ। আমি তাদের মানুষ
হিসেবে দেখি যাদের মানবাধিকার রয়েছে। সহিংসতা এড়াতে মিয়ানমারের হাজার হাজার
মুসলিম রোহিঙ্গা ও উন্নত জীবিকার আশায় বহু বাংলাদেশী সমুদ্র পথে
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাড়ি দিতে গিয়ে চরম দুর্দশার শিকার
হয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে কখনোই শক্ত অবস্থান না নেয়ায় ও স্পষ্ট কোন বিবৃতি
প্রদান না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সু চি।
No comments