৭শ বছরের পুরনো কোরআন লুট
ভারতের রাজস্থান রাজ্যের থেকে সাতশ’ বছরের পুরনো একটি কোরআন শরিফ লুট হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। এটি রক্ষিত ছিল রাজ্যের বেয়াওয়ার শহরের বাসিন্দা জয়দেবপ্রসাদ শর্মার কাছে। ২০১১ সালে এক বন্ধুর কাছ থেকে তিনি উপহার পেয়েছিলেন এ মূল্যবান গ্রন্থটি। এরপর থেকে নিজ বাড়িতে এটি সযতেœ রক্ষা করছিলেন তিনি। মঙ্গলবার রাতে দুই ব্যক্তি এসে ওই ধর্মীয় গ্রন্থটি দেখতে চান।
এদের মধ্যে একজন তার পূর্বপরিচিত হওয়ায় তার মনে কোনো সন্দেহ আসেনি। তিনি খোলা মনেই কোরআন বের করে তাদের দেখতে দেন। এ সময় দু’জনের একজন আগ্নেয়াস্ত্র বের করে তার বুকে লক্ষ্য তাক করে। তখন বাইরে থেকে আরও দু’জন লোক এসে কোরআনটি তুলে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সম্পর্কে জয়দেব বলেন, ‘এটি ছিল একটি বিশেষ কোরআন। সোনা আর নীলকান্ত মণি দিয়ে ক্যালিওগ্রাফি করা ছিল এর প্রতিটি অক্ষর।’ তিনি মনে করছেন, ‘এ মূল্যবান পাথরগুলোর কারণেই এ পুস্তকটি ছিনতাই করা হয়েছে।’
No comments