‘সুষ্ঠু পরিবেশ হলে নির্বাচনে যাবে বিএনপি’
আসন্ন
তিন সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করলে বিএনপি যাবে বলে
জানিয়েছেন শত নাগরিক-এর আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দীন আহমেদ। শুক্রবার রাতে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে শত
নাগরিকের একটি প্রতিনিধি দলের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ কথা জানান
তিনি। এমাজউদ্দীন আহমেদ বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। সরকার ও নির্বাচন
কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলে বিএনপি নির্বাচনে যাবে। তিনি বলেন,
নির্বাচনের বিষয়ে বিএনপির মনোভাব ইতিবাচক। যা আমরা বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়ার সঙ্গে কথা বলেও সেই বিষয় লক্ষ্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক এই ভিসি বলেছেন, গতকাল আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সে বিষয়ে
কথা বলতেই বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করি।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। পরিবেশ যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড ইতিবাচক মনে হয় তাহলে বিএনপি নির্বাচনে যাবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচনে যাওয়ার না যাওয়ার বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, খালেদা জিয়াও চান দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এমাজউদ্দীন বলেন, গতকাল ইসির সাথে সাক্ষাৎ করে আমরা বলেছি যারা অভিযুক্ত তাদের যেন আদালত জামিন দেয়। তবে আমরা ইসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ লক্ষ্য করছি না। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাবির সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর যুগ্ম সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহিমা নাসরীন মুন্নী।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। পরিবেশ যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড ইতিবাচক মনে হয় তাহলে বিএনপি নির্বাচনে যাবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচনে যাওয়ার না যাওয়ার বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, খালেদা জিয়াও চান দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এমাজউদ্দীন বলেন, গতকাল ইসির সাথে সাক্ষাৎ করে আমরা বলেছি যারা অভিযুক্ত তাদের যেন আদালত জামিন দেয়। তবে আমরা ইসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ লক্ষ্য করছি না। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাবির সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর যুগ্ম সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহিমা নাসরীন মুন্নী।
No comments