ঈদ-পূজায় জ্যোতিকা জ্যোতি
ঈদ ও পূজাকে সামনে রেখে বেশ ব্যস্ত সময়
পার করছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এরই মধ্যে একাধিক নাটকে কাজ
করা হয়েছে তার। ঈদের আগের দিন পর্যন্ত অভিনয় ব্যস্ততাতেই কাটবে এ
অভিনেত্রীর। সম্প্রতি ঈদের ছয় পর্বের দুটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন
তিনি। এর মধ্যে সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘লাঠি পাগল’ নামক ঈদ ধারাবাহিকের
কাজ শেষ হয়েছে। এখানে রিয়াজের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছেন জ্যোতি।
নাটকটি আরটিভিতে প্রচার হবে। অন্যদিকে সাজ্জাদ হোসেন দোদুলের ছয় পর্বের
ধারাবাহিক ‘কাল-কোকিল’-এ অভিনয় করেছেন এই অভিনেত্রী। এটি ঈদ উপলক্ষে প্রচার
হবে এশিয়ান টিভিতে। ঈদ ধারাবাহিকে কাজ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, এ
দুটি নাটকেরই গল্প অনেক আলাদা। অনেক এনজয় করেছি কাজ করতে গিয়ে। ‘লাঠিপাগল’
নাটকে প্রথমবারের মতো কাজ করলাম রিয়াজ ভাইয়ের সঙ্গে। এখানে সুরাইয়া চরিত্রে
কাজ করেছি আমি। রিয়াজ ভাই আসলে একজন লক্ষ্মী আর্টিস্ট! অনেক কো-অপারেটিভ।
আমরা সবাই মিলে কাজটা ভাল করার চেষ্টা করেছি। আশা করি ভাল লাগবে সবার। আর
‘কাক-কোকিল’ও ব্যতিক্রমধর্মী একটি কাজ দোদুল ভাইয়ের। এর বাইরে ঈদের আরও বেশ
কয়েকটি নাটকে কাজ করছেন মিষ্টি মুখের এই অভিনেত্রী। এদিকে ঈদের বাইরে
সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে একটি নাটকে কাজ করেছেন তিনি। এর প্রধান
চরিত্রেই দেখা যাবে জ্যোতিকে। নাটকের নাম ‘দুর্গা’। এটি পরিচালনা করেছেন
অরুণা বিশ্বাস। সম্প্রতি মানিকগঞ্জে এর শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এখানে দেবী
দুর্গার বেশে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। নাটকটি এটিএন বাংলায় প্রচার
হবে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, পুরো নাটকজুড়ে আমার কোন
সংলাপ নেই। অভিব্যক্তি দিয়েই সব কিছু বোঝাতে হয়েছে। তবে বোবাদের মতো না।
নাটকে দুর্গা চরিত্রটি মনে মনে যা ভাবছে অথবা বলছে, সেটি অফ ভয়েস আকারে বলা
হয়েছে। এক সময় দুর্গা একই গ্রামের বিত্তশালী পরিবারের এক ছেলেকেও ভালবেসে
ফেলে। এ চরিত্রে অভিনয় করেছেন তানভীর। এটা একেবারেই অন্যরকম একটি অভিজ্ঞতা।
কারণ, প্রথমবারের মতো এমন চরিত্রে কাজ করেছি। আমি নিজে অনেক এনজয় করেছি।
আশা করছি ভাল লাগবে সবার।
No comments