মৃত্যুর অ্যালার্ম বাজেনি যার
মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলের নবম শ্রেণীর একজন বাদে সবাই তালেবানের বর্বর হত্যার শিকার হয়েছে। বেঁচে যাওয়া একমাত্র ছাত্র ১৫ বছর বয়সী দাউদ ইব্রাহিম। সকালে ইব্রাহিমের অ্যালার্ম ঠিকমতো কাজ না করায় এই ভয়াবহ গণহত্যা থেকে বেঁচে যায় সে।
ঘটনার আগের দিন রাতে দাউদ একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিল। এ কারণে মঙ্গলবার সকালে সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। দাউদ হয়তো বেঁচে আছে তার প্রিয় বন্ধুদের শেষকৃত্য দেখার জন্য। ৭-৯ জন তালেবান বন্দুকধারী স্কুলটিতে নির্বিচারে গুলি এবং গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ১৩২ শিশুসহ ১৪১ জনকে হত্যা করে। অনেক শিশুকে লাইনে দাঁড় করিয়ে, কাউকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। এক্সপ্রেস ট্রিবিউন।
No comments