খালেদার ইফতারে কূটনীতিকদের মিলনমেলা
ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া। গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই টেবিলে বসে ইফতার সারেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উইলিয়াম হানা, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের বুশাইরী, কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদ, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, নেপালের হাইকমিশনার হরিকুমার শ্রেষ্ঠা ও মাদাম পাওলাফোরনারি হানা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়েস্টিন হোটেলে উপস্থিত হয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি নির্ধারিত টেবিলে বসে মার্কিন রাষ্ট্রদূত, সৌদি রাষ্ট্রদূত, কূটনীতিক কোরের ডিন, ব্রিটিশ হাইকমিশনার ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে কুশন বিনিময় করেন। ইফতারের আগে দেশ, দেশের মানুষ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার পার্টিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে টেবিলে বসেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান। এছাড়া ইরাক, পাকিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ইরান, ওমান, তুরস্ক, লিবিয়া, ইরান, রাশিয়া, জাপান, ভিয়েতনাম, ব্রুনেই, নরওয়ে, দক্ষিণ কোরিয়াসহ ২৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা ইফতার পার্টিতে যোগ দেন। ইফতারে বিশিষ্ট নাগরিকদের মধ্যে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহউদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, প্রফেসর ড. মাহবুবউল্লাহ, ব্যারিস্টার শাহদীন মালিক, ব্যারিস্টার তুহিন মালিক, প্রফেসর বোরহান উদ্দিন, প্রফেসর সুকোমল বড়ুয়া, প্রফেসর পিয়াস করীম, ড. অলিউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দিলারা চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব মফলেউর রহমান ওসমানী, সাবেক রাষ্ট্রদূত শামীম আহমেদ, সারোয়ার হোসেন মনোয়ার, মোহাম্মদ আল হারুন, অ্যাডভোকেট মুহাম্মদ আরশাদুজ্জামান, মাহফুজ উল্লাহ প্রমুখ অংশ নেন। ইফতার পার্টিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বেগম সরওয়ারী রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আবদুল আওয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি শামা ওবায়েদ ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ ইফতারে অংশ নেন। এদিকে আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন খালেদা জিয়া।
No comments