‘ছুরির ফলা’য় গাজা: ইসরাইলি হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত
‘ছুরির ফলা’য় অবস্থান করছে গাজা
পরিস্থিতি। এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ইসরাইল এ
পর্যন্ত ফিলিস্তিন-অধ্যুষিত গাজায় ২৩০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।
প্রায় ৬০০ লক্ষ্যবস্তুতে হামলাসমূহ পরিচালিত হয়। গত মঙ্গলবার থেকে হামাস
যোদ্ধাদের ওপর ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি
নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই ফিলিস্তিনের বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে
বহু শিশু ও নারী রয়েছে। এদিকে ইসরাইল ও ফিলিস্তিনি কট্টরপন্থীদের বৈরিতার
অবসান ঘটানোর জন্য আহ্বান জানিয়েছেন বান কি মুন। তিনি সতর্ক করে দিয়ে
বলেছেন, এই অঞ্চলে পূর্ণ মাত্রায় আরেকটি যুদ্ধের ঝুঁকি নেয়া সম্ভব নয়। এ
খবর দিয়েছে অনলাইন বিবিসি। ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরতলির
একটি বাড়িতে বিমান হামলায় ৮ ফিলিস্তিনি প্রাণ হারান। ফিলিস্তিনি স্বাস্থ্য
মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন,
প্রাণহানির এ ঘটনা ছিল ‘শোকাবহ- এমনটা আমরা চাইনি’। একই শহরতলির একটি
ক্যাফেতে বিমান হামলায় ৯ জন নিহত হন। এভাবে গাজায় একের পর এক লক্ষ্যবস্তুতে
আঘাত হানে ইসরাইলি যুদ্ধবিমান। বান কি মুন ফিলিস্তিনি হামাস
যোদ্ধাগোষ্ঠীকে রকেট হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে
ইসরাইলি সরকারকেও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। আজ রাতের দিকে জাতিসংঘ
নিরাপত্তা পরিষদে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। এর আগে ইসরাইলি
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের ওপর হামলা তীব্রতর করার
প্রতিজ্ঞা করেছিলেন। তিনি বলেছিলেন, ইসরাইলে রকেট হামলার জন্য হামাস
যোদ্ধাদের চরম মূল্য দিতে হবে। এদিকে ফ্রান্স ও জার্মানি ইসরাইলে
ফিলিস্তিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা
সব পক্ষকে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন।
No comments