পুল ডান্সার আবেদনময়ী নাথালিয়া কৌর
রাম গোপাল বার্মার ‘ডিপার্টমেন্ট’ ছবিতে
‘দান দান চিনি’ শীর্ষক আইটেম গানের মাধ্যমে বলিউডে অভিষেক হয়
ভারত-ব্রাজিলিয়ান মডেল নাথালিয়া কৌরের। এরপর বেশ কয়েকটি নতুন ছবিতে কাজ করা
হয়েছে তার। মুক্তি প্রতীক্ষিত সেই ছবিগুলোতেও আবেদনময়ী নাথালিয়াকেই
আবিষ্কার করা যাবে। তবে এবার নতুন রূপে আসছেন নাথালিয়া। নতুন একটি গানে
পারফরম করতে যাচ্ছেন তিনি। এই গানটির চিত্রায়ণ হবে মুম্বইয়ের একটি ফাইভ
স্টার হোটেলের সুইমিং পুলে। এখানেই পুল নাম্বারে পারফরম করবেন নাথালিয়া। এই
ছবিটির নাম ‘রকি হ্যান্ডসাম’। জন আব্রাহামের প্রযোজনায় ছবিটি পরিচালনা
করছেন নিশিকান্ত কামাথ। জন আব্রাহামই এই গানের জন্য নাথালিয়াকে নির্বাচন
করেছেন। এই গানটিতে একাধিক সুইমস্যুট পরে ক্যামেরাবন্দি হবেন তিনি। এই
সুইমস্যুটগুলোর ডিজাইন করছেন খোদ নাথালিয়া। ব্রাজিলিয়ান ডিজাইনের মতো করেই
এগুলো তৈরি হচ্ছে। এদিকে এই গানে জন আব্রহামাকেও পারফরম করতে দেখা যাবে
নাথালিয়ার সঙ্গে। ব্যাপক ঘনিষ্ঠ ও চুমোর দৃশ্যে তারা অভিনয় করবেন। নিজের এই
আবেদনময়ী পুল ডান্স নিয়ে দারুণ উত্তেজিত ও আনন্দিত নাথালিয়া কৌর।
No comments