গডফাদারের মেয়ে তিশা
এবার গডফাদারের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা। ঈদের জন্য নির্মিত একটি নাটকে এমন চরিত্রেই দেখা যাবে তাকে। নাটকে গডফাদারের ভূমিকায় থাকছেন মামুনুর রশীদ। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘তার বাবা গডফাদার’। সম্প্রতি পুরান ঢাকা এবং কালিয়াকৈরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। একজন গডফাদারের মেয়ে এবং তার প্রেমিককে নিয়ে এ নাটকের গল্প আবর্তিত হয়েছে। নাটকে তিশার প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘চমৎকার একটি গল্প। চরিত্রে যথেষ্ট ভেরিয়েশন আছে। নাটকটিতে অনেকটা সিনেমাটিক ব্যাপার আছে। যা দেশে দর্শকরা ভিন্ন মাত্রার আনন্দ পাবে বলেই আমার বিশ্বাস।’ নাটকটি এসএ টিভির ঈদ আয়োজনে প্রচার হবে বলে নির্মাতা জানান।
No comments