হাঙ্গেরির লোকালয়ে ভবঘুরে নিষিদ্ধ
নতুন আইনে রাস্তায় যাদের বাস, হাঙ্গেরিতে এমন মানুষদের প্রকাশ্য স্থানে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সরকার নিরাশ্রয় মানুষদের ‘স্কেপগোট’ হিসেবে ব্যবহার করছেন, বলছে সুশীল সমাজ। নিরাশ্রয়-ভবঘুরেদের প্রকাশ্য স্থানে ‘বাস করা’ অর্থাৎ লোকালয় নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে আস্তাকুঁড়ে ফেলে দেয়া খাবার-দাবারের খোঁজ করা নিষিদ্ধ করা হয়েছিল। তারপর বিশেষ বিশেষ প্রকাশ্য স্থানে নিরাশ্রয়-ভবঘুরেদের থাকাটা নিষিদ্ধ করা হয়। এরপর ‘বাল্কি ওয়েস্ট’ অর্থাৎ ফেলে দেয়া আসবাবপত্র ইত্যাদি কুড়িয়ে নেয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ভিক্টর অর্বানের জাতীয়তাবাদী-রক্ষণশীল সরকার বিগত কয়েক বছর ধরেই নিরাশ্রয়-ভবঘুরেদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। প্রথম দিকে সাংবিধানিক আদালত একাধিকবার তাকে নিরস্ত করেছিল। কিন্তু অর্বানের দল গত মার্চে সংবিধান সংশোধনের মাধ্যমে সাংবিধানিক আদালতকে নিরস্ত করার পর এবার আরেকটি প্রচেষ্টা নিচ্ছে অর্বান সরকার। গত সপ্তাহে বুদাপেস্ট সংসদ সেই পুরনো আইনের একটি নতুন সংস্করণ পাস করেছে : এবার নিরাশ্রয়-ভবঘুরেদের প্রকাশ্য স্থানে ‘বাস করা’ নিষিদ্ধ করা হয়েছে। এই আইন ভঙ্গ করলে নিরাশ্রয়দের ফাইন থেকে শুরু করে সমাজকল্যাণমূলক সেবার দণ্ড হতে পারে। হাফিংটন পোস্ট।
No comments