১১৯ বছর পর ৩ উত্তরাধিকারী
প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়াম আগে
থেকেই ব্রিটিশ রাজসিংহাসনের সরাসরি দাবিদার ছিলেন। তালিকায় এবার যুক্ত হলো
উইলিয়াম-কেটের ছেলে। 'বেবি ক্যামব্রিজকে' নিয়ে বর্তমানে রাজসিংহাসনে সরাসরি
উত্তরাধিকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
১১৯ বছরের মাথায় ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে এমন ঘটনার পুনরাবৃত্তি হলো।
শেষবার রানী ভিক্টোরিয়ার আমলে ১৮৯৪ সালে একসঙ্গে তিনজন রাজসিংহাসনের সরাসরি উত্তরাধিকারী হয়েছিলেন। রানীর ছেলে সপ্তম অ্যাডওয়ার্ড ও নাতি পঞ্চম জর্জ আগেই সিংহাসনের দাবিদার ছিলেন। ওই বছর জর্জের ছেলে অষ্টম অ্যাডওয়ার্ডের জন্ম হয়। রানী দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৮৭ বছর। বেবি কেমব্রিজ যদি এ বয়স পর্যন্ত বেঁচে থাকে তবে ২১০০ সালে তার সিংহাসনে থাকার কথা। সে হিসাবে সে-ই হবে দ্বাবিংশ শতকে ব্রিটিশ সিংহাসনের প্রথম রাজা।
বেবি ক্যামব্রিজ ছেলে হওয়ায় সরাসরি সিংহাসনের উত্তরাধিকারী হলো। ফলে একধাপ পেছনে চলে গেলেন চাচা প্রিন্স হ্যারি। গত বছর ২৫ এপ্রিল রাজসিংহাসনে উত্তরাধিকার আইনে (ক্রাউন অ্যাক্ট) পরিবর্তন আনা হয়। সে অনুযায়ী উইলিয়াম-কেটের যদি মেয়েও হতো, সে সরাসরি সিংহাসনের দাবিদার হতো। কিন্তু কমনওয়েলথভুক্ত ১৫টি দেশ আইনটির অনুমোদন না দেওয়ায় তা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। কমনওয়েলথভুক্ত দেশগুলো রানীকে তাদের প্রধান হিসেবে মান্য করে। আগের আইন অনুযায়ী, মেয়েরা সিংহাসনে আসীন হবেন তখনই, যখন তাঁদের পরে কোনো ছেলে দাবিদার না থাকেন। সূত্র : দ্য সান।
শেষবার রানী ভিক্টোরিয়ার আমলে ১৮৯৪ সালে একসঙ্গে তিনজন রাজসিংহাসনের সরাসরি উত্তরাধিকারী হয়েছিলেন। রানীর ছেলে সপ্তম অ্যাডওয়ার্ড ও নাতি পঞ্চম জর্জ আগেই সিংহাসনের দাবিদার ছিলেন। ওই বছর জর্জের ছেলে অষ্টম অ্যাডওয়ার্ডের জন্ম হয়। রানী দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৮৭ বছর। বেবি কেমব্রিজ যদি এ বয়স পর্যন্ত বেঁচে থাকে তবে ২১০০ সালে তার সিংহাসনে থাকার কথা। সে হিসাবে সে-ই হবে দ্বাবিংশ শতকে ব্রিটিশ সিংহাসনের প্রথম রাজা।
বেবি ক্যামব্রিজ ছেলে হওয়ায় সরাসরি সিংহাসনের উত্তরাধিকারী হলো। ফলে একধাপ পেছনে চলে গেলেন চাচা প্রিন্স হ্যারি। গত বছর ২৫ এপ্রিল রাজসিংহাসনে উত্তরাধিকার আইনে (ক্রাউন অ্যাক্ট) পরিবর্তন আনা হয়। সে অনুযায়ী উইলিয়াম-কেটের যদি মেয়েও হতো, সে সরাসরি সিংহাসনের দাবিদার হতো। কিন্তু কমনওয়েলথভুক্ত ১৫টি দেশ আইনটির অনুমোদন না দেওয়ায় তা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। কমনওয়েলথভুক্ত দেশগুলো রানীকে তাদের প্রধান হিসেবে মান্য করে। আগের আইন অনুযায়ী, মেয়েরা সিংহাসনে আসীন হবেন তখনই, যখন তাঁদের পরে কোনো ছেলে দাবিদার না থাকেন। সূত্র : দ্য সান।
No comments