প্রশিকার কর্তৃত্ব নিয়ে দুই গ্রম্নপের সমর্থক মুখোমুখি- ভবন কাজী ফারম্নকের দখলে

স্টাফ রিপোর্টার প্রশিকার কতর্ৃত্ব ফিরে পাওয়াকে কেন্দ্রকে করে টান টান উত্তেজনা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারম্নক ও প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিমের সমর্থকদের মধ্যে এ উত্তেজনার সৃষ্টি হয়।
টানা ১৮ ঘণ্টা পরেও উত্তেজনা কমেনি। এমনকি কোন সুরাহাও হয়নি। এতে করে মিরপুর-পলস্নবী এলাকায় যানবাহন ও পথচারীদের পদচারণা ছিল বেশ কম। পথচারীদের বেশ ভোগানত্মিও পোহাতে হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যনত্ম প্রশিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারম্নক ও প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিমের লোকজন মুখোমুখি অবস্থানে ছিল। সোমবার রাত ১২টার দিকে কাজী ফারম্নক তাঁর ২৫/৩০ জন সমর্থক নিয়ে প্রশিকা ভবনে প্রবেশ করেন। এ সময় প্রতিপৰ মাহবুবুল করিমের লোকজনকে বের করে দেয় কাজী ফারম্নকের লোকজন। রাতেই কাজী ফারম্নকের প্রায় ৩শ' সর্মথক পুরো প্রশিকা ভবনের আশপাশে অবস্থান নেয়। রাতেই মাহবুবুল করিমের লোকজন প্রশিকা ভবনের দখল নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও র্যাব দ্রম্নত ঘটনাস্থলে পেঁৗছে। পুলিশ ও র্যাব সদস্যরা বাইরে অবস্থান নেয়।
পলস্নবী থানার ওসি ইকবাল হোসেন জানান, প্রশিকা ভবনের আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে। মাহবুবুল করিমের লোকজন রাসত্মার পশ্চিম পাশে এবং কাজী ফারম্নকের লোকজন প্রশিকা ভবনের ভেতরে ও মূলফটকে অবস্থান নেয়। উভয় পৰের প্রায় ৩শ' করে ৬শ' সমর্থক মুখোমুখি অবস্থান নিয়েছে। তবে পুলিশ কোন পৰের হয়ে সহযোগিতা বা ইন্ধন যোগাচ্ছে না। পুলিশ শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব পালন করছে। এ রিপোর্ট লেখা পর্যনত্ম উভয় পৰের মধ্যে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে যেকোন সময় সংঘর্ষ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন আশঙ্কায় পুলিশের ৩ পস্নাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব পুরো এলাকায় টহল দিচ্ছে। প্রশিকা ভবনের আশপাশে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে এলাকায় মানুষজন ও যানবাহনের চলাচল তুলনামূলকভাবে কমে গেছে।
প্রসঙ্গত কাজী ফারম্নক যে কোন সময় প্রশিকা ভবনে প্রবেশ করছেন এমন খবরে রবিবার থেকেই প্রশিকা ভবনে টান টান উত্তেজনা বিরাজ করছিল। পলস্নবী থানার ওসি জানান, উচ্চ আদালত কাজী ফারম্নককে প্রবেশের অনুমতি দিয়েছেন। তবে তাঁকে একা ঢুকতে হবে। এমনভাবে প্রশিকা ভবনে ঢোকা যাবে না যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।
শেষ খবর পাওয়া পর্যনত্ম প্রশিকা ভবনের কতর্ৃত্ব ফিরে পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা কমেনি। উত্তেজনা কমানোর জন্য কোন উ?্যোগ নেয়া হয়নি।

No comments

Powered by Blogger.