সোনিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিল ডিএমকে
২০০৯ সালে ভারতের জাতীয় নির্বাচনের আগে মনমোহন সিংয়ের পরিবর্তে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিল ইউপিএ জোটের শরিক ডিএমকে পার্টি।
ডিএমকের প্রধান এম করুণানিধির প্রধান কৌশল নির্ধারক শিবা প্রকাসমের বরাত দিয়ে ২০০৮ সালের জুনে যুক্তরাষ্ট্রে এক তারবার্তা পাঠান ভারতে মার্কিন কনসাল জেনারেল ডেনিস টি হপার। আর ওই তারবার্তা ফাঁস করেছে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস।
মার্কিন কূটনীতিক ডেনিস প্রকাসমের বরাত দিয়ে বলেন, তামিলনাড়ুতে সোনিয়া গান্ধীর প্রতি সমর্থন সবচেয়ে বেশি। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এখনো প্রস্তুত নন। দলটির জ্যেষ্ঠ নেতা প্রণব মুখার্জি উত্তর ভারতে সমর্থন পেতে পারেন কিন্তু দক্ষিণ ভারতে তেমন সমর্থন পাবেন না।
মনমোহন সিং প্রসঙ্গে তারবার্তায় বলা হয়, তিনি একজন বাজে প্রার্থী। তিনি মূলত একজন আমলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাঁর ওপর জনতার ক্ষোভ থাকতে পারে।
তবে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ডিএমকে হস্তক্ষেপ করবে না বলেও প্রকাসম মার্কিন কূটনীতিককে জানিয়ে দেন।
ডিএমকের প্রধান এম করুণানিধির প্রধান কৌশল নির্ধারক শিবা প্রকাসমের বরাত দিয়ে ২০০৮ সালের জুনে যুক্তরাষ্ট্রে এক তারবার্তা পাঠান ভারতে মার্কিন কনসাল জেনারেল ডেনিস টি হপার। আর ওই তারবার্তা ফাঁস করেছে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস।
মার্কিন কূটনীতিক ডেনিস প্রকাসমের বরাত দিয়ে বলেন, তামিলনাড়ুতে সোনিয়া গান্ধীর প্রতি সমর্থন সবচেয়ে বেশি। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এখনো প্রস্তুত নন। দলটির জ্যেষ্ঠ নেতা প্রণব মুখার্জি উত্তর ভারতে সমর্থন পেতে পারেন কিন্তু দক্ষিণ ভারতে তেমন সমর্থন পাবেন না।
মনমোহন সিং প্রসঙ্গে তারবার্তায় বলা হয়, তিনি একজন বাজে প্রার্থী। তিনি মূলত একজন আমলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাঁর ওপর জনতার ক্ষোভ থাকতে পারে।
তবে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ডিএমকে হস্তক্ষেপ করবে না বলেও প্রকাসম মার্কিন কূটনীতিককে জানিয়ে দেন।
No comments