স্যান্ডেল আনতে বিমান পাঠান মায়াবতী
একজোড়া স্যান্ডেল আনতে ব্যক্তিগত বিমান পাঠিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। ফাঁস হয়ে যাওয়া মার্কিন তারবার্তা থেকে এই তথ্য জানা যায়।
মার্কিন কূটনৈতিক তারবার্তায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীকে (৫৫) প্রধানমন্ত্রী হওয়ার ভাবনায় আচ্ছন্ন ‘প্রথম শ্রেণীর অহংসর্বস্ব’ হিসেবে বর্ণনা করা হয়।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতে মার্কিন দূতাবাসের পাঠানো তারবার্তা সম্প্রতি উইকিলিকসে প্রকাশ করা হয়।
তারবার্তায় বলা হয়, দলের সদস্য, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ ডলারের উপহার নেওয়ার মাধ্যমে প্রতিবছর জন্মদিন পালন করেন দলিত সম্প্রদায়ের মায়াবতী। জন্মদিন পালনের সময় তাঁকে কেক খাওয়ানোর জন্য প্রতিযোগিতা শুরু হয় কর্মকর্তাদের মধ্যে।
২০০৮ সালের ২৩ অক্টোবরের এক তারবার্তায় বলা হয়, যখন মায়াবতীর নতুন স্যান্ডেলের দরকার হয়, তখন তাঁর পছন্দের ব্র্যান্ডের স্যান্ডেল আনতে মায়াবতীর ব্যক্তিগত বিমান মুম্বাইয়ে উড়ে যায়।
তারবার্তায় বলা হয়, মায়াবতী নিজের বাড়ি থেকে অফিস পর্যন্ত একটি ব্যক্তিগত সড়ক নির্মাণ করেছেন।
২০০৯ সালের জাতীয় নির্বাচনে তাঁর দল বিএসপি প্রত্যাশার চেয়ে খারাপ ফল করে। ৫৪৩ আসনের পার্লামেন্টে তাঁর দল মাত্র ২১টি আসনে জয়লাভ করে। কিন্তু দেশের উত্তরাঞ্চলের দরিদ্র, নিম্নবর্ণের মানুষের মধ্যে তাঁর জোরালো সমর্থন রয়েছে।
তারবার্তায় তথ্য সম্পর্কে তাৎ ক্ষণিকভাবে মায়াবতীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন কূটনৈতিক তারবার্তায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীকে (৫৫) প্রধানমন্ত্রী হওয়ার ভাবনায় আচ্ছন্ন ‘প্রথম শ্রেণীর অহংসর্বস্ব’ হিসেবে বর্ণনা করা হয়।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতে মার্কিন দূতাবাসের পাঠানো তারবার্তা সম্প্রতি উইকিলিকসে প্রকাশ করা হয়।
তারবার্তায় বলা হয়, দলের সদস্য, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ ডলারের উপহার নেওয়ার মাধ্যমে প্রতিবছর জন্মদিন পালন করেন দলিত সম্প্রদায়ের মায়াবতী। জন্মদিন পালনের সময় তাঁকে কেক খাওয়ানোর জন্য প্রতিযোগিতা শুরু হয় কর্মকর্তাদের মধ্যে।
২০০৮ সালের ২৩ অক্টোবরের এক তারবার্তায় বলা হয়, যখন মায়াবতীর নতুন স্যান্ডেলের দরকার হয়, তখন তাঁর পছন্দের ব্র্যান্ডের স্যান্ডেল আনতে মায়াবতীর ব্যক্তিগত বিমান মুম্বাইয়ে উড়ে যায়।
তারবার্তায় বলা হয়, মায়াবতী নিজের বাড়ি থেকে অফিস পর্যন্ত একটি ব্যক্তিগত সড়ক নির্মাণ করেছেন।
২০০৯ সালের জাতীয় নির্বাচনে তাঁর দল বিএসপি প্রত্যাশার চেয়ে খারাপ ফল করে। ৫৪৩ আসনের পার্লামেন্টে তাঁর দল মাত্র ২১টি আসনে জয়লাভ করে। কিন্তু দেশের উত্তরাঞ্চলের দরিদ্র, নিম্নবর্ণের মানুষের মধ্যে তাঁর জোরালো সমর্থন রয়েছে।
তারবার্তায় তথ্য সম্পর্কে তাৎ ক্ষণিকভাবে মায়াবতীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
No comments