ব্যয়সংকোচন নীতির প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘট
সরকারের গৃহীত কৃচ্ছ্রসাধন নীতির বিরুদ্ধে ইতালির ট্রেড ইউনিয়নের লাখ লাখ সদস্য গতকাল মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করেছেন। এতে বিমান, রেল, বাস চলাচল এবং সরকারি অফিসের কাজকর্ম বন্ধ হয়ে যায়। অচল হয়ে পড়ে দেশ। দেশটির সবচেয়ে বড় শ্রমিক ট্রেড ইউনিয়ন সিজিআইএল এ ধর্মঘটের ডাক দেয়।
প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ডানপন্থী জোট সরকার সম্প্রতি সাড়ে চার হাজার কোটি ইউরোর একটি ব্যয়সংকোচন প্যাকেজ হাতে নেয় এবং এ নীতি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেয়। সরকারের এ ব্যয়সংকোচন নীতি চলতি সপ্তাহেই পার্লামেন্টে পাস হওয়ার কথা।
রোমে এ সংকোচননীতির প্রতিবাদে গতকাল আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারী সিজিআইএল ইউনিয়নের নেতা সুসানা কামুসো জানান, এটি এমন একটি প্রকল্প (ব্যয়সংকোচন প্যাকেজ) যা ইতালির জনগণ কোনো দিন মেনে নেবে না। সংগঠনটি শ্রমিক ছাঁটাই না করে কর আদায়ে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে সরকারের প্রতি।
এদিকে কিছুটা ছোট ও মধ্যপন্থী ট্রেড ইউনিয়নগুলো এ ধর্মঘট প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, যেসব দাবিতে ধর্মঘট তাতে নিয়োগদাতাদের বিরুদ্ধে স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ডানপন্থী জোট সরকার সম্প্রতি সাড়ে চার হাজার কোটি ইউরোর একটি ব্যয়সংকোচন প্যাকেজ হাতে নেয় এবং এ নীতি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেয়। সরকারের এ ব্যয়সংকোচন নীতি চলতি সপ্তাহেই পার্লামেন্টে পাস হওয়ার কথা।
রোমে এ সংকোচননীতির প্রতিবাদে গতকাল আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারী সিজিআইএল ইউনিয়নের নেতা সুসানা কামুসো জানান, এটি এমন একটি প্রকল্প (ব্যয়সংকোচন প্যাকেজ) যা ইতালির জনগণ কোনো দিন মেনে নেবে না। সংগঠনটি শ্রমিক ছাঁটাই না করে কর আদায়ে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে সরকারের প্রতি।
এদিকে কিছুটা ছোট ও মধ্যপন্থী ট্রেড ইউনিয়নগুলো এ ধর্মঘট প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, যেসব দাবিতে ধর্মঘট তাতে নিয়োগদাতাদের বিরুদ্ধে স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি।
No comments