পাকিস্তানে বন্যায় ৮৮ জনের প্রাণহানি
পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে বন্যায় কমপক্ষে ৮৮ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৮০ লাখ মানুষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান জাফর ইকবাল কাদির এ কথা জানিয়েছেন।
এনডিএমএর চেয়ারম্যানের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় ঘরবাড়ি হারানো লোকজন বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তাছাড়া বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধার তৎ পরতায় সেনা ও নৌবাহিনীর পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থাও কাজ করে যাচ্ছে। দুর্গত এলাকায় ম্যালেরিয়ার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে সরকার প্রচারণা চালাচ্ছে। তার পরও গত শনিবার পর্যন্ত পাঞ্জাব প্রদেশে দেড় হাজারের মতো মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে প্রচার মাধ্যমগুলো জানিয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আরও কয়েক দিন বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে।
পাকিস্তানে এর আগে ২০১০ সালের বন্যায় দুই হাজারেরও বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুই কোটি মানুষ।
এনডিএমএর চেয়ারম্যানের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় ঘরবাড়ি হারানো লোকজন বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তাছাড়া বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধার তৎ পরতায় সেনা ও নৌবাহিনীর পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থাও কাজ করে যাচ্ছে। দুর্গত এলাকায় ম্যালেরিয়ার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে সরকার প্রচারণা চালাচ্ছে। তার পরও গত শনিবার পর্যন্ত পাঞ্জাব প্রদেশে দেড় হাজারের মতো মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে প্রচার মাধ্যমগুলো জানিয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আরও কয়েক দিন বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে।
পাকিস্তানে এর আগে ২০১০ সালের বন্যায় দুই হাজারেরও বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুই কোটি মানুষ।
No comments