সহিংসতার শিকার নারীরা মানসিক সমস্যায় ভোগেন
সহিংসতার শিকার নারীরা তাঁদের জীবনে নানা ধরনের মানসিক সমস্যায় ভোগেন। সম্প্রতি অস্ট্রেলিয়ান জার্নাল অব মেডিকেল অ্যাসোসিয়েশন-এ এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়।
গবেষণার ফলাফলে বলা হয়েছে, যেসব নারী তাঁদের সঙ্গী বা অন্য কোনো পুরুষের দ্বারা যৌন বা শারীরিক নির্যাতনের শিকার হন, তাঁরা সারা জীবন উচ্চমাত্রায় হতাশা বা অন্যান্য মানসিক সমস্যায় ভোগেন।
চার হাজার ৪০০ নারীর ওপর এ গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখা গেছে, ২৭ শতাংশ নারী জানিয়েছেন, তাঁরা যৌন বা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন বা সহিংসতার শিকার এ নারীরা তিন থেকে ১১ গুণ বেশি বিষাদে বা শঙ্কায় ভোগেন।
গবেষণায় বলা হয়েছে, যেসব নারী ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতনসহ কমপক্ষে তিন বা চার ধরনের সহিংসতার শিকার হন, তাঁদের মধ্যে ৮৯ শতাংশই মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন। আর গবেষণায় অংশ নেওয়া মাত্র ২৮ শতাংশ নারী জানিয়েছেন, তাঁরা কোনো সহিংসতার শিকার হননি
গবেষণার ফলাফলে বলা হয়েছে, যেসব নারী তাঁদের সঙ্গী বা অন্য কোনো পুরুষের দ্বারা যৌন বা শারীরিক নির্যাতনের শিকার হন, তাঁরা সারা জীবন উচ্চমাত্রায় হতাশা বা অন্যান্য মানসিক সমস্যায় ভোগেন।
চার হাজার ৪০০ নারীর ওপর এ গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখা গেছে, ২৭ শতাংশ নারী জানিয়েছেন, তাঁরা যৌন বা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন বা সহিংসতার শিকার এ নারীরা তিন থেকে ১১ গুণ বেশি বিষাদে বা শঙ্কায় ভোগেন।
গবেষণায় বলা হয়েছে, যেসব নারী ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতনসহ কমপক্ষে তিন বা চার ধরনের সহিংসতার শিকার হন, তাঁদের মধ্যে ৮৯ শতাংশই মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন। আর গবেষণায় অংশ নেওয়া মাত্র ২৮ শতাংশ নারী জানিয়েছেন, তাঁরা কোনো সহিংসতার শিকার হননি
No comments