নাইজেরিয়ায় তেল অপসারণে ৩০ বছর লাগতে পারে
নাইজেরিয়ার ওগোনিল্যান্ড অঞ্চলে ছড়িয়ে পড়া তেল অপসারণে ৩০ বছর লেগে যেতে পারে। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এটি বিশ্বের ‘সবচেয়ে বিস্তৃত ও দীর্ঘমেয়াদি তেল পরিষ্কার’ কার্যক্রম বলে প্রমাণিত হতে পারে।
প্রতিবেদনে প্রথমবারের মতো ওগোনিল্যান্ডে ব্যাপক বিস্তৃত দূষণ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর নাইজেরিয়া সরকার এবং প্রসিদ্ধ তেল ও গ্যাসের প্রতিষ্ঠান শেল বেশ চাপের মুখে পড়েছে। শেল ও নাইজেরিয়ার সরকারি তেল কোম্পানি ওই অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে থাকে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, তেলদূষণ ওই অঞ্চলের কমপক্ষে ১০টি সম্প্রদায়ের জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকির সৃষ্টি করেছে।
শেল দুটি তেল নিঃসরণের ঘটনার দায় স্বীকার করেছে। ২০০৮ ও ২০০৯ সালের ওই নিঃসরণের ঘটনায় কয়েকটি জনগোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের (ইউএনইপি) গবেষণায় পাওয়া তথ্য প্রথমে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের কাছে উপস্থাপন করা হয়। ইউএনইপি বলেছে, ওই অঞ্চলের পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে নিতে ৩০ বছর পর্যন্ত লেগে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়, এটি বিশ্বের ‘সবচেয়ে বিস্তৃত ও দীর্ঘমেয়াদি তেল পরিষ্কার’ কার্যক্রম বলে প্রমাণিত হতে পারে।
প্রতিবেদনে প্রথমবারের মতো ওগোনিল্যান্ডে ব্যাপক বিস্তৃত দূষণ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর নাইজেরিয়া সরকার এবং প্রসিদ্ধ তেল ও গ্যাসের প্রতিষ্ঠান শেল বেশ চাপের মুখে পড়েছে। শেল ও নাইজেরিয়ার সরকারি তেল কোম্পানি ওই অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে থাকে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, তেলদূষণ ওই অঞ্চলের কমপক্ষে ১০টি সম্প্রদায়ের জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকির সৃষ্টি করেছে।
শেল দুটি তেল নিঃসরণের ঘটনার দায় স্বীকার করেছে। ২০০৮ ও ২০০৯ সালের ওই নিঃসরণের ঘটনায় কয়েকটি জনগোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের (ইউএনইপি) গবেষণায় পাওয়া তথ্য প্রথমে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের কাছে উপস্থাপন করা হয়। ইউএনইপি বলেছে, ওই অঞ্চলের পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে নিতে ৩০ বছর পর্যন্ত লেগে যেতে পারে।
No comments